আকাশে মেঘ ভেঙ্গে আজ রোদ উঠেছে,
রোদ উঠেছে নদীর ধারে।
ঝিরঝির বইছে বাতাস বাংলামায়ের আঁচল ওড়ে।।
আকাশে মেঘ ভেঙ্গে আজ রোদ উঠেছে।

আমার এই দেশের ক্ষেতে সরষে ফুলে,
প্রজাপতি পাখা মেলে কত ঢং এর নাচন করে।
ও পাখায় রঙ মেখেছে দেখনা তোরা নয়ন মেলে,
মৌমাছিরা মধু খেয়ে যাচ্ছে আবার উড়ে উড়ে।।
আকাশে মেঘ ভেঙ্গে আজ রোদ উঠেছে।
রোদ উঠেছে নদীর ধারে।
ঝিরঝির বইছে বাতাস বাংলামায়ের আঁচল ওড়ে।।

হাটখোলা ঐ বটের ছায়ায় গান ধরেছে কি যে মায়ায়।
একতারাতে সুর তুলে নাচ্ছে বাউল ঢোলের তালে,
ও তালে মন ছুটে যায় -
মন কেড়ে নেয় বাঁশির সুরে।।
আকাশে মেঘ ভেঙ্গে আজ রোদ উঠেছে।
রোদ উঠেছে নদীর ধারে।
ঝিরঝির বইছে বাতাস বাংলামায়ের আঁচল ওড়ে।।

দিঘিতে ভাসে সাদা শাপলা জলে,
পদ্মফুলে লজ্জাতে তাই লাল হয়েছে।
কি যেন কি আধার খেয়ে দোয়েল পাখি বসল ডালে।
ও ডালে ঘাসের ফড়িং,
ছাগল ছানা এদিক-সেদিক করছে কেমন  তিড়িংবিড়িং।
তিড়িংবিড়িং ছাগল ছানা যাচ্ছে দৌড়ে তেপান্তরে ।।
আকাশে মেঘ ভেঙ্গে আজ রোদ উঠেছে।
রোদ উঠেছে নদীর ধারে।
ঝিরঝির বইছে বাতাস বাংলামায়ের আঁচল ওড়ে।।