পুকুর পাড়ে হিজল গাছের হিজল ফুল তুলিতে -
হেলেদুলে বেণি চুলে আসতে ভোর সকালে,
আমি তোমায় জড়িয়ে ধরতাম কানামাছি ছলে।।

খিলখিলিয়ে হাসতে তুমি মুখ করো নাই ভারি,
কখনো বলো নাই গো তোমার সাথে আড়ি।
চোখ ইশারায় বলতে তুমি যা দুষ্ট যা,
এখন যা দুষ্ট যা।
আবার আমি ফুল তুলিতে আসবো বিকালে,
তখন তুই জড়িয়ে ধরিস কানামাছি বোলে।
আমি তাই জড়িয়ে ধরতাম কানামাছি ছলে।।

চুপিচুপি কানে কানে বলতাম দুইজনে,
লুকোচুরি খেলব দুইজন বাঁশ বাগানের বনে।
হেসে তুমি বলতে আমায় যাবে না ওই দুরে,
এসো তুমি সন্ধ্যারাতে খেলব পুকুর পাড়ে।
লুকোচুরি খেলব দুইজন হিজল গাছের তলে।
আমি তোমায় জড়িয়ে ধরতাম কানামাছি ছলে।।

মন চুরি হইছে কখন আমি জানিনা,
দিবানিশি তোমায় ছাড়া ভাবতে পারিনা।
ওই পুকুরের ধারে শুধু মনে পড়ে,
হিজল গাছ ভেঙ্গে গেছে কালবৈশাখী ঝড়ে।
স্বপ্নের মাঝে তোমায় নিয়ে শাপলা তুলি বিলে,
জেগে দেখি তুমি নাই কোলবালিশটা কোলে।
আমি তোমায় জড়িয়ে ধরতাম কানামাছি ছলে।।