খোকা মাকে বলছে ডেকে
বলছে হেসে চাঁদমুখে,
ওজন দরে সুখ কিনেছি
সৎ-মায়েজির হাট থেকে।


মায়ে আঁচল পেতে মায়ে
বলছে ডেকে খোকাকে,
মায়ের হাটে সুখ বেচে না
সুখ দেয় মায়ে এমনিতে,
শত দুঃখ দিলেও মাকে
মা যাবে না আঘাতে।


পরের মাঝে সুখ খুঁজিলে
সুখ পুড়িবে আগুনে,
ওজন দরে সুখ কিনেছিস
সুখ রাখিস তুই যতনে।
কোলা ব্যাঙের মতোই দেখবি
লাফিয়ে একদিন পালাবে,
কষ্টের মাঝেও সুখ দিবে মা
যতই থাক অভাবে।


এই পৃথিবীত স্বার্থ ছাড়া
সুখ দেবে না দেবে ছাই,
মরলে মায়ে বুঝবি তখন
মায়ের মতো আপন নাই।