বন্ধু রে - আমার বন্ধু সোনা রে।
তোমার প্রেমের অনলে যাচ্ছি পুড়ে রে,
বুকের মাঝে জ্বলছে আগুন জ্বলছে হৃদয় জুড়ে।
বন্ধু রে - আমার বন্ধু সোনা রে ।।

দূর দেশেতে থাকো বন্ধু প্রাণটা আমার কাঁদে,
দিবানিশি পথ চেয়ে রই বন্ধু কোন পথে ।
নিশির কোলে চাঁদ আকাশে বন্ধু নাই পাশে,
হৃদয় মাঝে কালবৈশাখী প্রেমের ঝড়' বইছে ।
তুমি বন্ধু রইছো আমার ভিনদেশে ঐ দূরে,
আমি তোমায় ভালোবাসি মনটা উজাড় করে ।
বন্ধু রে - আমার বন্ধু সোনা রে ।।

দিনের বেলা মন বসে না রাত কাটে নির্ঘুমে,
দেহ আমার শূন্য খাঁচা পাগল তোমার প্রেমে ।
  দেও দেখা গো বন্ধু তুমি আর থেকো না দূরে ,
ধিকিধিকি জ্বলছে আগুন জ্বলছে এই অন্তরে  ।
বন্ধু রে - আমার বন্ধু সোনা রে ।।

পৃথিবী আজ বিষাদ মোর তোমার কারণে,
ভালোবাসার হাত বাড়িয়ে থাকো কোন খানে।
তোমার দু'হাত দিয়ে জড়িয়ে ধরো ধরো আপন করে,
আমার প্রেমের লাটাই নরম সুতা যায় না যেন ছিঁড়ে ।
হায়দার আলীর ভালোবাসা বন্ধুয়ার তরে -
বন্ধু রে - আমার বন্ধু সোনা রে ।।