ছুটন্ত অভিমানী 
উরন্ত সব পাখি
সাঁঝের মায়া ভুলে
দেখ ফিরছে আপন নীড়ে


ফুটন্ত রক্তজবা
চেয়ে দেখ রক্তিম আভা
শুকতারাটি মিটমিটে হাসে
লজ্জায় তার মুখ নাহি ভাসে
চেয়ে দেখ পিছন
আর নেই আলোর প্রয়োজন
জোনাকি পোকা করে কানামাছি খেলা
সন্ধ্যার আঁধারে বসেছে আলোর মেলা।।


সোনারগাঁও, নারায়ণগঞ্জ