আমি কবি নারে বন্ধু
করি লেখা পড়া,
সময় হাতে পেলে তবে
লিখি কাব্য ছড়া।


জন্ম থেকে আজ অবধি
দেখি শিখি যত,
ছন্দে ছন্দে লিখে রাখি
সময় হলে তত।


শিশু বেলা করে খেলা
কাটে হেলে দুলে,
রসে ভরা স্মৃতি গুলো
কেমনে থাকি ভুলে।


হাজার স্মৃতি মনে পড়ে
শৈশব কৈশোর ঘিরে,
হারানো সেই স্মৃতি গুলো
পাবো কি আর ফিরে?


ভাবি বসে প্রতি ক্ষনে
লিখি নিপুণ মনে,
ত্রুটি হলে দিবে বলে
বিজ্ঞ গুরু জনে।


সুযোগ হলে কাব্য বাগে
আসি বারে বারে,
লেখা পড়া করি আমি
কবি আমি নারে।