একাত্তরে রক্তক্ষয়ী  মুক্তি যুদ্ধ শেষে,
ডিসেম্বরে মুক্তি সেনা  ফিরে বীর বেশে।
সবুজের মাঝে লাল  রাঙা রবি হাসে,
বঙ্গভূমি স্বাধীনতা  পেল এই মাসে।


পাক সেনা ছুড়ে যবে  কামানের গুলি,
স্বাধীনতা মানবতা  সব কিছু ভুলি।
রক্ত স্রোত বয়ে চলে  শোনে সেই ধ্বনি,
কেড়ে নেয় জননীর  নয়নের মণি।


উঁচু করে বুক তার  যায় বীর ছেলে,
রুখে দিতে দুনিয়ার  সব মায়া ফেলে।
জননীর তরে দিয়ে  দেয় নিজ প্রাণ,
অবশেষে স্বাধীনতা  পেল প্রতিদান।


তাই সবে রাখিবারে  শহীদের মান,
গাহি সবে একযোগে  বিজয়ের গান।
লিখি গান মন প্রান  দিয়ে তার তরে,
যার প্রান বিনিময়ে  এলো জয় ঘরে।


সবে লাল সবুজের  পতাকার তলে,
বিজয়ের উচ্ছ্বাসে  মাতে ভোর হলে।
তুলে হাত মুনাজাত  করি বারেবারে,
রাখে যেন প্রভু তারে  সুখে পরপারে।


____________________
✪ রচনা : ১৬'ই ডিসেম্বর ২০২০ইং