শিক্ষা  হলো  জীবন  গড়ার
সবচে বড় শক্তি,
শিশু কিশোর  পাঠশালাতে
পাঠ্য করো ভক্তি।


পাঠ্যবইয়ে  যুক্ত   সকল
গুণিজনের উক্তি,
জানলে তোমার বন্দী জীবন
পেতে পারে মুক্তি।


সঠিক   জ্ঞানে  গুণী  হবে
সত্য ন্যায়ের ভক্ত,
মিথ্যাচারের জবাব যেনো
দিতে পারো  শক্ত।


শিখবে যতো লিখবে তত
রাখবে মনে বন্দী,
মূর্খতাকে   বিদায়   দিয়ে
গড়বে প্রতিদ্বন্দ্বী।


প্রভাত বেলা ঊষার আলোয়
নিত্য  হবে  দীপ্ত,  
বিশ্ব  জুড়ে  শুভ্র  ছবি
আঁকতে হবে লিপ্ত।


________________