ঊষা জাগে পূব আকাশে
ফুটে গোলাপ শাঁখে,
ছোট্ট গাঁয়ে জন্ম আমার
পদ্মা নদীর বাঁকে,
শৈশব কালের স্মৃতি মনে
আজও ছবি আঁকে।


প্রজাপতি ফুলের বনে
উড়ে ডানা মেলে,
শৈশব আমার দিঘির ঘাটে
কাঁটে হেসে খেলে,
নদীর জলে ইলিশ ধরে
আমার গাঁয়ের জেলে।


কৃষক চলে সকাল হলে
লাঙ্গল জোয়াল হাতে,
সবুজ শ্যামল গাঁয়ের মাঠে
হালের বলদ সাথে,
জমি চষে ফসল বোনে
ঘরে ফিরে রাতে।


পাখি মাতে কলতানে
রাখাল বাঁশির সুরে,
পাল উড়িয়ে মাঝি চলে
যায় যে বহু দূরে,
মুগ্ধ করা হাজার স্মৃতি
জন্মভূমি জুড়ে।


____________________