হিমেল পরশ গায়ে লাগে
শীত বুঝি এই এলো,
ঝড়বাদলের দক্ষিণা দ্বার
বন্ধ হয়ে গেলো।


সকাল সাঁঝি বৃক্ষরাজি
কুয়াশাতে ডাকে,
সুখের তানে কৃষাণ মনে
স্বপ্ন ছবি আঁকে।


ঊষার রঙে মাঠে মাঠে
রঙ লেগেছে ধানে,
চাষি দেখে আপন মনে
সুর ধরেছে গানে।


নতুন ধানের গন্ধে ভাসে
কৃষাণ পুরের বাড়ি,
শীত সকালে খেজুর গাছে
ঝুলছে রসের হাঁড়ি।


সবুজ ঘাসে শিশির হাসে
ঊষা বেশে দেখি,
উনান পাশে এসে বসে  
কাব্য ছড়া লেখি।


_________________________
✪ রচনা: ১৬-১১-২০২০ইং