গাল ভরা হাসি তার  মায়া ভরা মুখ,
নিদারুণ চাহনি ও  টানা টানা চোখ।
অপরূপা চুল আর  কানে ঝুলে দুল,
যেনো ভোরে ঊষা রঙে  ফুটা নব ফুল।


কাজলেতে আঁখি তার  ছাপা দেখি চেয়ে,
ভিনদেশি পরি বুঝি  নয়তো সে মেয়ে।
দেখে আমি ঘুরি ফিরি  তার আশে পাশে,
প্রেম জাগে মনে প্রাণে  তার অভিলাষে।


খুশিতে এ মন ভরে  তার দেখা পেয়ে,
অপলকে তার দিকে  আছি তাই চেয়ে।
মন চায় বলি হায়  রানি ভালোবাসি,
প্রিয়া মোর হলে ফুল  দেবো রাশিরাশি।


হেসে কয় নেই ভয়  আসো কাছাকাছি,
চলো যাই দু'জনায়  এক সাথে বাঁচি।
ভোর হলে দেয় ডেকে  ঘুম ভেঙে খুকী,
জানালাতে রাঙা রবি  দেয় যবে উঁকি।


চোখ মেলে চেয়ে দেখি  কেউ নেই- একি!
তবে কি এ সব আমি  স্বপ্নেতেই দেখি!?
হতাশায় তাই খুব  ব্যথা পাই মনে,
মন তবু বলে দেখা  হবে তার সনে।