এমন একটি একুশ আছে বিশ্বের ইতিহাসে,
বাঙলার বুকে জেগেছে যে ফেব্রুয়ারি মাসে।
রূদ্ধ করা আইনের ধারা ছিন্ন করে সকল,
বায়ান্নতে ছাত্রসমাজ রাজপথ করে দখল।
রাষ্ট্রভাষা উর্দুতে নয় বাঙলা মোদের বুলি,
ওতপেতে রয় আন্দোলনে স্বৈরাচারের গুলি।
টগবগানো সূর্য যবে পুব আকাশে ভাসে,
জাগেরে সে প্রতিবাদ যে অটল অবিনাশে।
বুলেট বুকে সালাম বরকত জীবন দিল বলি,
উৎকণ্ঠিত শহর-বন্দর নগর অলিগলি।
ফেব্রুয়ারির একুশ তারিখ আনলো ঘরে তুলি,
বুক ফাটা সে রক্তঝরা বর্ণমালা গুলি।
রক্তে রঙিন পথ ও প্রান্তর রঙিন নদীর কিনার,
জেগে ওঠে বাঙলার বুকে স্মৃতির শহিদমিনার।
একুশ তারিখ নব রূপে ফুটলো ভাষার কলি,
অ আ ক খ বর্ণমালার বাংলার কথা বলি।
সকল ভাষার চেয়ে সেরা আমার মাতৃভাষা,
এই ভাষাতে মুগ্ধ দেশের কুলি মজুর চাষা।
এই ভাষাতে ভালোবাসা জাগে সবার প্রাণে,
সুশোভিত শহিদমিনার হাজার ফুলের ঘ্রাণে।
________________________
✪ স্বরবৃত্ত ছন্দে= ৪+৪+৪+২
✪ রচনা: ২১'শে ফেব্রুয়ারি ২০২১ইং