আমার চোখে ছুটে যেতে চাই দূরের দেশ,
সীমাহীন ভূমিকায় গভীর সন্ধানের সেই প্রেমেই আমি সঞ্চালিত হেঁটেছি অজানা পথে।
অজানা মানুষ, নতুন সংস্কৃতির মেলা,
ভাষা, রস, রঙে বিচিত্র বিদেশের ভেলা।
বিস্ময়ে দেখছি অদৃশ্য দেশের ছবি,
পরিচয় হারিয়ে যাচ্ছি অজানা জীবনের সঙ্গী।
বিদেশে ভালোবাসি প্রাচীরের পুষ্প,
সূর্যের নীরবতা মেঘের সৌরভ বৃষ্টির দুলিমালা।
আমার প্রেমের বাতাসে ভাসছে বিদেশের পাখি,
আমার স্বপ্নে মেলে পাঠাচ্ছে অন্য প্রান্তের রাখি।