পরিচয়, চিরচেনা কত শহর,
শত বহর, গাড়ি চাপা প্রাণ
নিষ্প্রাণ দেহ, দিগন্তে সূর্যাস্ত,
শেষ সন্ধ্যা অনাড়ম্বর।


বুকচাপা বেদনায় ক্ষীণ করুণা
নেই চিৎকার, বৃথা হাহাকার
হতদরিদ্র হিমশিম খায়,
দেখো, নীরব নিরবতা।


ঠাট্টায় কাটেনা সময়,
সীমাহীন আলস্য চোখে।
বিতৃষ্ণায় ঘেরা মিথ্যে সংসার,
ধুলো মেশা যন্ত্রণায়
বিকেল-সন্ধ্যা ধোঁয়াশা।