পৃথিবী, রবি আলো  
যদি নিভে যায়,
মানুষ কি মানুষ থাকবে?
হিংস্র পশুতে রুপ নিবে।
পূরণ করবে তার লালসা।
নিজেকে রাঙাবে কলুষতা কালো রঙে।


যে হাত এই অনাচার থামাতে যাবে,
সে পঙ্গু হবে, নয়ত প্রবৃত্তির তাড়নায়
সেও যোগ দিবে এই খেলায়,
বলি দিবে চিত্ত।
এই অন্ধকার খেলায়
কোনো কুমার-কুমারীর স্থান নেই,
তারা তো অভিশপ্ত এখানে।