মৃদু আলোয় জমানো আসর
শেষ সন্ধ্যার হাতছানি।
ঝিঁঝিঁ পোকার ডাক,
ইচ্ছে করে, জমিয়ে রাখি।


হৃৎকম্পন কত দূর ছড়িয়েছে,
ঘড়িও ভুলে গিয়েছে সময়,
শেকলবন্দি গল্পগুলো যেন
পাখা মেলে বসেছে, ক্ষুধার্ত।


চাঁদের আলো, জানালার বাটে
কড়া নাড়ে বারবার।
জোনাকিগুলো জানতে চায়
চায় অনুমতি, হবে সঙ্গী।


একাকিত্বের গান,
বুনো শব্দে জোর ধাক্কা
কথার জড়তা কেটে যায়,
তবু কাটেনা অবসর।