দিবালোক, ক্ষীণ রোদ্দুর
দূর অজানায় কেন বহুদূর,
কত নিশিরাত রোজ ছুঁয়ে যায়
তবু সেই ছোঁয়া, তুমি মনে হায়!


টানা চোখজোড়, ডুব ডুব ঘোর
মিঠে হাসি তোর, নেশা প্রাণভর
লাল ঠোঁট জুড়ে চুপি চুপি সুর,
মিঠি বরষায় ঘ্রাণে অপরুপ।


কী নিদারুণ, কত আবদার
তোর অভিমান ভেজা গল্প,
শুধু অল্প কেন লুকোচুরি,
প্রিয়, সহসায় অপরাহ্ন।


বোকা অশ্রু খুব বেয়াড়া
নয় বিরহ, না তামান্না!
টুক বৈকাল, স্মৃতি ঐকাল
প্রাণে বারে বার, ছেঁড়া স্বপ্ন।