স্বপ্ন সবাই দেখে-সবাই স্বপ্ন দেখে-
তবে সবার স্বপ্ন পূরন হয় না
হয়তো বা আমার মত।

কি দুর্ভাগ্য আমার -স্বপ্ন শুধু দেখেই গেলাম
তাকে স্পর্শ করে দেখিনি কোন দিন -
শুধু অনুভবে সাজিয়ছি।


তার চেয়ে বেশি কিছু করার
ইচ্ছে জাগেনি কোন দিন -আমার
ভাঙা হৃদয় রাখীতে।
শুধু বুক ভরা ভালবাসায় -
আগলে রেখেছি।


আমি কেমন যেন অন্য রকম মানুষ ।
কখনো কখনো কাপুরুষ আর
নির্বোধ মনে হয় নিজেকে।


কেন জানি মনে হয় নিজের ভেতর থেকে
কি একটা হারিয়ে গেছে।
তাকে আবার খুঁজে পেতে হবে - পাবো হয়তো
সে আমার বিশ্বাস।


যদি হারিয়ে যায় তবে যে
আমিই হারিয়ে যাব
অন্ধ পৃথিবীর অতল গহ্বরে।


আমি স্বপ্ন দেখি আকাশে গঙ্গা চিল উরে
ডানা মেলে উরছি আমি
হঠাত্ স্বপ্ন ভেঙে যায়
কেমন যেন ডানা ঝাপটিয়ে-লুটিয়ে পরি আধারে।


মানষিক ভাবে বিদ্ধস্থ হই।
কিছু বলা হয় না কারুর কছে
ভিতর ভিতর নিদারুণ যন্ত্রণায়
অতিষ্ঠ হয়ে পরি।


পাগলের মত উন্মাদ হয়ে যাই
কেমন যেন আবোল তাবোল
ভেতরের জমাট অন্ধকারটা
বাইরে তুলে ধরতে চাই।


তাতেও কেমন যেন বাঁধা
থেঁতলে যায় মন।
সব কিছুতেই বিদ্ধস্থ হই
স্বপ্নের মতন।


স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায়
তা আর  আমাকে করে না আন্দোলীত
শুধু একটা অচেনা অজানা না দেখা না বুঝবার মতো
যন্ত্রণা আমাকে পুরিয়ে যায় ।
আমি তাতে ক্ষত বিক্ষত,,,


ডাস্টবিনের আবর্জনার মতো
ঘৃণ্য বস্তু হয়ে আমি ছিটকে পরি
আমার চারপাশে
আমি আমার চারপাশে।