আমি ৫২ দেখিনি,
আমি ৭১ দেখিনি।
আমি উল্লাসে ফেটে পরা বিজয় মিছিল দেখেছি।
আমি রাজপথে মৃত্যুর মিছিল দেখিনি
আমি দেখেছি রক্তের ছাপ
আমি শুনেছি তার আকুতি।
ভাষার জন্য আজও কাঁদে সেই ৫২র রাজপথ!
আমি ২৫শে মার্চের ভয়াল কালো রাত দেখিনি
আমি অনুভবে শুনেছি আর্তনাদ।
আমি বারুদের গর্জন শুনেছি
যে রাতে কেঁদে কেঁপে ফুঁফে উঠেছিল বাংলার
রাজপথ আকাঁশ ও বাতাঁস।
আমি ৫২র ভাষা শহীদদের দেখিনি
আমি দেখিনি ৭১র স্বাধীনতাকামী শহীদ মুক্তিযোদ্ধাদের।
যারা দেশ মাতৃকার তরে জীবন বাজি রেখে
ছিনিয়ে এনেছিল স্বাধীনতা,
ভেঙ্গে চুড়ে ছুড়ে ফেলেছিল পরাধীনতার শীকল।
একেছিল বাংলাদেশ নামে এক নতুন মানচিত্র নিখিল বিশ্ব মাঝে।
আমি দেখিনি সেই মহিয়সী মাকে,
যে সদ‍্য যৌবনে পা রাখা দামাল ছেলেকে যুদ্ধে যেতে জুগিয়েছে সাহস।
আমি দেখিনি যুদ্ধ শেষ করে ফিরে না আশা বীর জননীর করুণ আর্তনাদ।
আমি দেখেছি বীর সে মাতার হাসির আড়ালে লোকানো প্রশান্তির দীর্ঘশ্বাস।
আমি দেখিনি সাঁরে সাঁত কোটি যুদ্ধ বিদ্ধস্থ বাঙালির আহাজারি।
আমি দেখেছি যুদ্ধে জয়ী বাঙ্গালী জাতির বিজয় মিছিল।
আমি দেখেছি নব আলোকে স্বদেশ গড়ার আনন্দ যাত্রা।
আমি দেখেছি বিজয়ের আনন্দে উল্লাসিত সমস্ত হৃদয়।