বিদায় কী মহত্ত্বের মালা
ক্ষনিকেই জেগে উঠে! বিদায়ের পালা-
বিদায় কী মহত্ত্বের মালা।


কেউতো চায়না বিদায় নিতে
তবুও নিতে হয়! এ নিয়তির খেলা-
বিদায় কী মহত্ত্বের মালা।


সানন্দে কেউ দেয়না বিদায়
তবু দেয়! না হয় কেটে যায় বেলা -
বিদায় কী মহত্ত্বের মালা।


বিদায় কী করুনা তাতে আছে কত জ্বালা
হঠাৎ করে ভেঙে যায়! আশারই ডালা-
বিদায় কী মহত্ত্বের মালা।