বিপরীত
মোঃ জহিরুল ইসলাম (রাজু)


তুমি বললে,
চাঁদটা এনে দাও।
দিলাম।
তুমি বললে,
সূর্যটাও এনে দাও।
দিলাম।
তুমি বললে,
পৃথিবীটা হাতের মুঠোয় দাও।
দিলাম।


আমি বললাম,
চল চাঁদে যাই।
তুমি বললে,
পৃথিবী ছেড়ে চাঁদে কেন নেব ঠাই?
আমি বললাম,
সূর্যে।
তুমি বললে,
সূর্যে তো বেশি তাপ, যাবো-না তাই।
আমি বললাম,
চলো দু'জনে মিলে পৃথিবীটা ঘুরে বেড়াই।
তুমি বললে,
পৃথিবীটা ঘোরার মত শক্তি, সাহস, ধৈর্য,
এর কোনোটাই যে আমার নাই।