বৃষ্টি দিনের ভাবনা
মোঃ জহিরুল ইসলাম (রাজু)


হঠাৎ করে সৃষ্ট
গুড়ো গুড়ো বৃষ্টি
উড়ে কেবল বাতাসে
কি সুন্দর আকাশে।


শু-শু শব্দ
জীব জন্তু স্তব্দ
ভয় লাগে মানষে
কি হবে বাতাসে।


গাছ বৃক্ষ তরুলতা
বায়ুতে খায় পেশা
আবার চায় আকাশে
বৃষ্টির অ-বাতাসে।


কৃষকের মনে হায়
শান্তি নাহি পায়
চেয়ে থাকে মাঠে-রে
ফসল যাবে ভেসে-রে।


বৃষ্টির অথৈই পানি
কখন কি হয় জানি
কি মোদের হবে-রে
বন্যায় ডুবি-রে।


পথ ঘাট ডুবল
পোকা মাকর উঠল
বলে কেবল আহা-রে
এই বার বাচা-রে।