দেখা পাই
মো: জহিরুল ইসলাম (রাজু)


ইচ্ছে ছিল মনে প্রানে
নবীজিকে দেখা,
জানিনা প্রভু এই কপালে
আছে কি তা লেখা!


দেখবো নবীর রৌজা খানা
বসে আছি পথচেয়ে,
মদিনায় যাওয়ার স্বপ্ন আমার
হৃদয় আছে ছেয়ে।


আমায় প্রভু দয়া করো
করো রহমত,
কি করে যাব ঐ মদিনায়
দেখাও আমায় পথ।


এই দুনিয়ায় এসেছি প্রভু
হয়ে নবীজির উম্মত,
সেই নবীজিকে না দেখাইয়া
দিওনা আমায় মওত।


বেঁচে থাকতে এই জগতে
প্রার্থনা প্রভু তাই,
মরন কালে একবার যেন
নবীজির দেখা পাই।