হঠাৎ করে এসেছিল
যে মেয়েটি ঘরে,
বুদ্ধি তার এতই ছিল
সব নিল আপন করে।


আনন্দ ফুর্তিতে তার
দিন চলে যায়,
দুই হাতে কাজ করে
পেট ভরে খায়।


বাড়ির কথা ভুলে গেল
আদর সোহাগ পেয়ে,
কৃতজ্ঞতা জানায় সে
কাজ কর্ম দিয়ে।


কত কথা মনে পরে ফুলেছার
অতীত কে ঘিরে,
শুধায় কখনো যাবো না
তোমাদেরকে ছেড়ে।


খুজতে খুজতে তার মায়
শুধায় এসে তাই,
কত স্থানে গিয়েছি কোথাও
না তরে পাই।


আমি আর যাবনা মা
যাও তুমি চলে,
এমন কোন শক্তি নাই
নেবে আমায় বলে।


এতিম আমি হলাম মা,
বাবা মরল যখন,
এমন মার মেরেছো তুমি
রাখনি বদন।


কেদেঁ কেদেঁ বললাম মা
জীবন ভিক্ষা দাও,
তবুও তুমি মেরছ মা
কত শান্তি পাও।


এতিম হবার সাথে সাথে
তুমি দূরে গেলে,
স্নেহ দিয়ে নানী মোরে
কোলে নিলো তুলে।


নানীর কথা মনে হলে
পাই বর ব‍্যাথা,
তাহার জন্য দোয়া করবো
যাই আমি যেথা।