ঈমানী জীবন গড়ো
মো: জহিরুল ইসলাম (রাজু)


স্রষ্টার দেয়া বিধান কায়েমে
রাজপথে এসো নেমে,
তার রহমতে তোমাকে দমাতে
পারবেনা বেই-মানে।


রাসূলের দেয়া সুন্নত যদি
জীন্দা রাখিতে চাও,
ওমর, আলী ওসমান সমেতো
তরবারি হাতে নাও।


ঈমান যদিও ঘুমেই তোমার
জেগে উঠো এই-বার,
এখনো কি তবে  হয়নি সময়
ঘুম ছেড়ে জাগ-বার।


জেগে উঠো তুমি স্রষ্টার ডাকে
জাগাও ঈমান তব,
কোথায় তোমার ঈমানী শক্তি
ভেবেছো কি তুমি কভু?


স্রষ্টার তরে নিজেরে বিলায়ে
দ্বীনের রজ্জো ধর,
তারই পায়েতে সিজদায় পরে
ঈমানী জীবন গড়।


যে ঈমান ছিল স্রষ্টার দেয়া
অগ্নি দ্বীপ শিখা,
অগ্নি দগ্ধ হৃদয় কাবাতে
সেই সে কালেমা লেখা।


যেই দিন তোর হৃদয় কাবায়
জাগবে ঈমানী ত‍্যাজ,
বেইমান সব ভন্ডের দল
পালাবে গুটিয়ে লেজ।