বাংলাদেশ তুমি জাগ্রত হও
জেগে উঠ শত প্রানে,
ঘুমন্ত প্রাণে সাড়া জাগাও
কর বিদ্রোহ প্রয়োজনে।


ঘুমন্ত বিবেক সাড়া দিয়ে সব
হও তুমি আগুয়ান,
মশাল হাতে আলোর পথে
আগাও নওজোয়ান।


তোমাদের হাতে হাত রেখে
বাংলা হাটবে বিশ্ব ময়,
চির জাগ্রত হও উদ্দত‍
নাহি যে তাহার ক্ষয়।


বাংলা আমার বাংলা তোমার
এই বাংলা সবার প্রান,
বাংলার মান রাখতে অতীতে
ঝড়ে গেল কত প্রান।