মানবের জয় হবে
মোঃ জহিরুল ইসলাম (রাজু)


বড় কথা বলে এই ধরা ধামে
কেবা কি হয়েছে কবে,
জ্ঞানী গুণী সব ঋষি মনিষীরা
সে কথাই বলে সবে।


নীতি কথারই খই ফোটানোর
মানুষ যে কত শত,
যে যার মতোই বড় ভাবে তারে
করেনাকো শির নত।


বড় হতে হলে ছোট হতে হবে
জানোকি তোমরা সবে,
সেই সে সত‍্য কোন সে কালে যে
কেইবা ভেবেছে কবে।


যেন কাল থেকে মানব জাতিরা
নিজেরে চিনিবে ভবে,
নিজ মহত্ত্ব গুটাইয়া তবে
স্রষ্টা চিনবে সবে।


আল্লাহ্ ঈশ্বর ভগবান বলো
যেই নামেতেই চেনে,
দেখিলে দ্বার মহত্ত্ব তার
মজিবে সেই সে ধ‍্যনে।


সেই দিন হতে এই ধরাতে যে
ভেদ রবে নাকো আর,
স্রষ্টার দেয়া নেয়ামত দ্বারা
খুলবে সবার দ্বার।


অহংকার আর মাহত্ত্ব হেথা
চুপসে যাবে তা সব,
মানব মুখেতে ফোটবেনা আর
নীতি কথার সে রব।


সকলের তরে সকলে সমান
মর্যাদা পাবে সবে,
সেই দিন হতে নিখিল বিশ্বে
মানবের জয় হবে।