ভয় নাকি ভয়ঙ্কর
       সবাই বলে ভাই,
নির্ভয়ের কথা আজ
       আমি বলে যাই।


ভয় বলতে যা আছে
       সবই দূর্বলতা,
একটুখানি মনোবল
       করে দেবে বৃথা।


সাপে ধংসন করবে ভয়ে
        রহিলে পরে ঘরে,
নিয়তির লেখা রদ হয় না
        ঘরেও ধংসন করে।


রেল গাড়িতে উঠলে আবার
        দুর্ঘটনাা হয়,
এই চিন্তা কারো মনে
        লাগে বড় ভয়।


জীবন রমন প্রতিজ্ঞা
         গাড়িতে না যাবে,
দুর্ঘটনা খুঁজে তারে
         কোথায় গিয়ে পাবে।


ঘুমের ঘোড়ে রেলগাড়ি
         তাহার কাছে এসে,
এমন চাপা দিবে তারে
         নিয়ে যাবে পেষে।


আল্লাহ্ যাদের সাথে আছে
         কিসের আবার ভয়,
আজ থেকে শ্লোগান দাও
        সব-ই নির্ভয়।