প্রেম তুমি কাল সাপ
       সুখ বিহীন আলোতাপ,
       চির অভিশাপ জনমে জনমে
       কত প্রেমিক প্রেমিকা দু:খ পায়
       ব‍্যথা পায় কলমে করমে।


মজনুর জন‍্য লাইলি পাগল
      লাইলির জন‍্য মজনু,
      অমর প্রেমেও হলনা
      তাদের মিলন কখনো।


শিরির প্রেমে মত্ত হয়ে
      জ্বারে জ্বারে কাদে ফরহাদ,
      সহসা হলনা মিলন
      হলো কতই অপবাদ।


আরাম আনন্দে যার
      জীবন যাবে কেটে,
      তারও জীবন ব‍্যর্থ হয়
      পরে তোমার পটে।


কোন দিন ভাবিনি আমার
      জীবনে আসিবে তুমি,
      কত জ্বালা ভুগছি আজ
      জানে অন্তর যামী।


এ বড় জ্বালা করুন জ্বালা
      যেখানে আছো তুমি,
      যার জ্বালা সে জ্বালা তার
      থর থর কাপে ভূমি।