প্রিয়া তোমায়
মোঃ জহিরুল ইসলাম (রাজু)


প্রথম যখন দেখতে গেলাম
প্রিয়া তোমার বাড়ি,
নেচে নেচে মহানন্দে
চললো মোদের গাড়ি।


তোমায় দেখার পরে যখন
ফিরব মোরা বাড়ি,
কিছুতে মন দিলনা সায়
আসতে তোমায় ছাড়ি।


কি করছো কেমন আছো
ভাবছি সদা মনে,
কখন জানি দেখা হবে
প্রিয়া তোমার সনে।


ভালো থাকো সুখে থাকো
চলতে থাকো ধিরে,
বধূ সাজে দেখব তোমায়
আমার ছোট্ট নিড়ে।


চেয়ার টেবিল খাট ফার্নিচার
ভর্তি আমার ঘরে,
এমন কোন দরদী নাই
রাখে যত্ন করে।


চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে
ভালো খাবার খাইও,
নতুন করে শপথ নিয়ে
আমার বাড়ি আইও।


প্রিয়া তোমায় আরো বলি
বন্দেগী কর সদা,
তোমার আমার করবেন মিলন
দয়া করে খুদা।