সেদিন আমি রমনা পার্কে
বসে ছিলাম একা,
এমন কোন লোক ছিলনা
পরিচিত দেখা।


একা একা শুধু কি আর
কথা বলা যায়,
পার্কেও থাকা আমার
হয়ে উঠল দায়।


হঠাৎ করে নয়ন আমার
অনেক দূরে গেলো,
ভালো লাগার একটু খানি
আভাস খুজে পেলো।


গায়ে গায়ে ভর করে
বসে দুই জনা,
অতীত থেকে শুরু করে
ভবিষ্যত আলোচনা।


প্রিয়জনের সাথে বসে থাকতে
কতই না ভালো লাগে,
কেউ কিছু বলবে কি ভয়
নাই তাদের পাছে।


বুকে বুকে জড়াজরি করে
বলছে দুইজনা,
ভবিষ্যতে মিলন হবে কিনা
নাই তাদের জানা।


যেথায় তুমি হাত রেখেছ
সেথায় তাহা থাক,
তাইতো তাহার নাম দিয়েছি
রমনা পার্ক।