রঙিন মেঘের পালকি চড়ে
মোঃ জহিরুল ইসলাম (রাজু)


আমার স্বপ্ন রঙিন মেঘের পালকিতে রোজ চড়ে,
            আকাশ জুড়ে, ঘুরে ঘুরে,
            থেকে থেকে, তুলি একে,
রঙ ছড়ানো মেঘের ভেলা আকব খাতা জুড়ে।


দেখব আরো চাদঁনী বুড়ির রূপ কথার ঐ মেলা,
            বছর ধরে, কেমন করে,
             সরে সরে, নড়ে চড়ে,
দিন ভরে সে ঘুমিয়ে থেকে হাসে সন্ধা বেলা।


দেখব রঙে অনেক কিছু স্বপ্ন নেবে পিছু পিছু,
            বৃষ্টি হলে, ফোটা ফোটা,
             মিষ্টি জ্বলে, গুটা গুটা,
কেমন করে গাছের সারে করছে ইছু মিছু।


কিরণ মালার হিরক রাঙা দেখব আরো ছাট,
            কেমন করে, দেয় যে একে,
            আলোর ঝড়ে, নেয় যে মেখে,
অন্ধ আলোর ঝলকানিতে সোনা ঝড়া মাঠ।


রঙিন মেঘের পালকি চড়ে ডানায় উড়ে,
            স্বপ্ন ডুরে, আকাশ চড়ে,
            আসব চলে, মানুষ গড়ার,
স্বপ্ন দেখা মা জননীর ঘুম পাড়ানি ঘরে।