স্বাধীনতা কী পেয়েছি আজও
ভেবে মরে মোর মন,
কুন্ঠিত আজ শংকিত জাতি
জীবনের প্রতি ক্ষন।


স্বাধীন জাতির একোন দশা
রাজ্বপথ আজও রক্তে লাল,
বাংলা মা তোর কাটেনি আজও
রক্তের নেশা! আর কতকাল।


স্বাধীন দেশে স্বাধীন ভাবে
পারি নাকো আজ বাচঁতে,
সত‍্যের পথে ন‍্যায়ের কথা
দেয়না আমায় বলতে।


সত‍্য ন‍্যায়ের বাহক যারা
ঝড়ছে তাদেরই প্রান,
কত রক্ত তুমি চাও স্বাধীনতা
চাও কত প্রতিদান।


কত জীবন প্রদীপ নিভিলে
ক্ষান্ত হবে তুমি বলো,
কত রক্তে, কত দামে মোরা
পাব স্বাধীনতার আলো।