সোনার দেশে সোনার মানুষ করে বসবাস,
দেশ সোনার মানুষ সোনার গর্ভ করে বেড়াস।
আমার দেশের মািটি সোনার আমি সোনার তৈরী,
দেশ আমার মাটি আমার নৈতো কোন বৈরী।
সোনার দেশে সােনার মাটি সোনা আমার ফসল যে,
সোনার দেশে জন্ম নিয়ে আজকে আমি ধন্য-হে।
সোনার ফসল ফলে মাঠে সোনার মানুষ দ্বারা,
বিশ্ব বাসি দেখরে সবাই সোনার মানুষ কারা।
সোনার দেশে মুক্ত আকাশ সোনার পাখি উড়ে,
সাঝ সকালে সোনার পাখিএক সূরে গান ধরে।
আমার দেশের সোনার ছেলে বিশ্বটাকে মোঠয় করে,
শান্তির খোজে শায় দিয়ে তারা জীবন করে ধন্য-রে।
গর্ভ করে বলি আমি সোনার দেশে জন্মেছি,
তাইতো আমার মনকে আজ সোনার নায়ে ভাসিয়েছি।
নদীর তীরে সোনার নায়ে পাল তেুলেছি সোনার,
পদ্মা, মেঘনা, পাড় হয়ে যাই পাল নামে-না আর।
শত নদী পেরিয়ে আমার পথের নাইকো শেষ,
সে যে আমার জন্ম ভূমি প্রিয় বাংলাদেশ।
আমার সোনার বাংলাদেশ!!