অণু কম্পন হয় হৃদপিণ্ডের ভেতর
আচমকাই মানষ পটে স্মৃতি গুলো দুলা দেয়।
কেমন যেন এলোমেলো হয়ে যায়
আটোসাটো হয়ে আসে দেহ মন।
তবুও স্মৃতি ভ্রমে কাটে এ সময়
প্রতিনিয়ত হয় হৃদয়ে রক্তক্ষরণ।
ইশ! তবু যদি তারে বেধে রাখা যেত
পূর্ণরূপে ভালোবাসা গুলো পরিপূর্ণতা পেতো।