তুমি, পাশে নেই বলে,
আকাশে চাদেঁর মন ভাল নেই।
তারা-রা আলো দেয় না,
চাদেঁর আলো, আমাকে স্পর্শ করে না কভু।
একাকিত্ত্বের বেদনায়-তিক্ষ্ন ছুড়ি-
আমাকে আঘাত করে প্রতি মুহুর্তে।
তিমিরে থাকা রজনীর অন্ধকারে
আমি পথ হাটি-
নগ্ন অন্ধকার পৃথিবীর পথে।


তুমি, পাশে নেই বলে,
একা আমি-
আনমনা হয়ে বসে থাকি।
কুকিলের কুহু কুহু ডাক
শুনতে পাইনা আমি।
উরন্ত আকাশে কুকিলের ছায়া টুকু
আমার চৌখে পরেনা।
কারন, আমি তোমাতে বিভোর থাকি
অনুভবে শুধু তোমার ছবিখানি-
আমায় দে-হাত ছানি।


তুমি, পাশে নেই বলে,
দুঃখ গুলো আমাকে শুক,
কাতর,আর বিষন্ন-
করে, রাখে সারাক্ষন,,
আমার লেখনীতে ছন্দ আসে না
লিখতে গেলে শিওরে উঠে
আমার পুরু শরীর এবং মন।


তুমি, পাশে নেই বলে,
ঘুমহীন দুটি চৌখ, ঘুমের নেশায়
আচ্ছন্ন থাকে সারাক্ষন।
সেই নেশখুর চৌখ, স্বপ্ন দেখে
শুধু তোমায়।
আর সেই নেশাখুর স্বপ্নে-
বিভোর হয়ে--
যেন তোমার ভালবাসার গভীরতায়
নিমজ্জিত করি নিজেকে।


তুমি, পাশে নেই বলে,
আমার মনে যেন সুরের ঝংকার
আর বাঝে না।
আমার মন যেন কবিতার ছন্দ আর খুজেনা।
হ্নদয়ের অনুভুতি যেন
নিরঙ্কূশ হয়ে পরে তুমার ভাবনায়।


তুমি, পাশে নেই বলে
আমি একাকি সময় কাটাই,
আর অনুভবে রাখি শুধু তোমায়
সারাক্ষন,
সারাবেলা
সারা দিবানিশি
তাইতো বন্ধু তোমায় আমি এত ভালবাসি।