শত কষ্টের পাহাড় বুকে চেপে রেখে
যে মানুষ আত্ম চিৎকারে গগন বিদির্ন করে
যে চিৎকারে আকাঁশে বিজলী চমকায়
সে চিৎকার বক্ষতলে কষ্টের পাহাড়েই
চাপা পারে থাকে চিরকাল।
তাকে উপলব্দি করার ক্ষমতা অন্য কারোর
আছে কিনা তা, আমার জানা নেই!
তাকে ভাগাভাগি করার উপায় আছে কিনা
তাও হয়তো জানিনা আমি!
তবে, এটুকু জানি, সু সময়ের বন্ধু গুলো
দু-সময়ে পিছু হটে যায়।