আপন আলোয় বিকশিত হওয়ার জো আমাদের নেই,
অল্প হোচটেই আমরা হারিয়ে ফেলি খেই।
জীবনের আদ্দোপান্ত আমরা কিছু না ভেবেই
নতুন নতুন সিদ্ধান্তে উপনিত হই।
তার অতীত, বতর্মান, ভবিষ্যত, ভাবিনা কিছুই।
ভাবি না যে, জীবন যেকোন সময়ই থমকে দাড়াতে পারে।
তবুও সামনে এগোতে চাই দৌড়ে বা হামাগুড়ি দিয়ে।
যদিও আমরা জানিই না,
এ দৌড়ের শেষ গন্তব্য কোথায়?
দৌড় শেষে এর ফল কি রূপ?