বাণীতে আমার উস্তাদ ফকির কালা চাঁন,
নাম তাহার উরুফে সৈয়দ সিদ্দিকুর রহমান।
উস্তাদ কালা চাঁন ফকির এতই তাহার গুণ,
পানির নিচে রাখতে পারে পুটলা ছাড়া নুন।
কাল কাল বর্ষা কাল শুন ছাগি তরে কই,
ছাগল চাটে বাঘের গাল দিন গুনি আমি সই।
সাপের কাটা ফেরানো যায় ঝাড়, ফোক, চিকিৎসায়,
উস্তাদের কাটা ফেরানোর উপায় নাই বুঝিরে এই ধরায়।
উস্তাদ কালা চাঁন ফকিরের কাটা অভিশাপে,
সন্তান হারিয়ে নিশ্বঃ আমি  এই ভব তটে।
আলো করে আসা সংসার  আমার প্রথম কলিজার ধন,
কাধে তুলে আজ পাড়িয়েছি ঘুম মানে না আর মন।
আমার উস্তাদ কালা চাঁন ফকিরের কাটায় পড়ল বাছা,
উস্তাদের অবাদ‍্য হয়ে  আজও ভোগ করিতেছি সাজা।


বিশেষ দ্রষ্টব‍্যঃ-
কালা চাঁন ফকির নামক এক পীরের অন্ধ ভক্ত মুরীদের বক্তব্যের আঙ্গিকে লেখা এই কবিতা।