অপেক্ষায় আছি অকারণে!
হয়তো একদিন দেখা হবে অজান্তে!
কথা নাই বা হলো বলা!
তবুও তো বাস্তবে একটু দেখা!
চোখে চোখে সামনাসামনি না হোক!
দূর থেকে অপলক  চেয়ে একবার দেখা!
মনের প্রশান্তি তাতেই যদি মিটে!
এর জন্যই অপেক্ষা!
একদিন হয়তো হবে দেখা!

সৃতি গুলো খুব মনে পড়ে!
বলতে পারি না জানো!
গোপন প্রেমটা, গোপনই থাক কষ্ট পাই আরো!

একদিন দেখা হবে, আশায় রই চেয়ে!
কোন একদিন দেখবে তুমি নয় আমি!
সত্যি বলতে কথা হবে না!
সৃতিচারণ করতে গিয়ে হারিয়ে যাবো!
তবুও দেখা হোক মনে পরুক সবি!

নিয়তি আজ অনেক দূরে নিয়েছে!
হারিয়ে ফেলেছি তাই প্রেম ভালোবাসা!
তোমার সৃতি গুলো বিরহের কারণ!
নিত্য দেয় ব্যাথ্যা!

খুব দেখতে ইচ্ছা করছে তোমায় !
তুমিই সেই হারিয়ে যাওয়া ভালোবাসা!
কোন একদিন হয়তো আমার হবে দেখা!