আজও কি বসে আছে চড়ুই, দুচালার মাথায়?
শালিকটি কি আছে ঔ পিচনের গাছটায়!
নাকি উড়ে গেছে তারাও, আমি আসার পরে।


নদীর জল কি ঘোলা হয়ে যাচ্ছে উজানে?
নাকি টলটলে হয়ে ভাসছে পাতিহাঁস আনন্দে!
আমি আসার পরে!


বকুল গাছে দেখে এসে ছিলাম মুকুল এসেছে,,
এতোদিনে হয়তো ফুলগুলো ঝরে গেছে,,,,
কুড়িয়ে সেই ফুল,,, মালা গাথছে কি কেউ?
আমি আসার পরে!


পুকুর পাড়ে ঝোপের আড়ালে,,,,
মৌ- চাকে কি ঢিল ঝুড়েছে?
আমি আসার পরে!


বিড়াল ছানাটি কি খেয়েছে?
নাকি আদ- মরা হয়ে আছে বেঁচে!
আমি আসার পরে!


আমার মায়ের চোখের পানি,,
কান্না শেষ হয়ে হাসছে কি?
আমি আসার পরে!


আজও কি আমার মা কাঁদে,,,
আমার প্রতিক্ষায়!
আজও কি বৃষ্টি হলে কেউ দৌড়ে আসে,,,
খেলতে যাবে বলে?
আমি আসার পরে!


আগের মতোই আছে কি সব,,,,
দেখে এসেছিলাম যা,,,
নাকি,,,, রদবদল হয়ে পাল্টে গেছে,,,
আমি আসার পরে