জুলাই বার বার ফিরে আসবে!
ফিরে আসবে মার্চ!!
ফিরবে না কভু - আন্দোলনে নিহত হওয়া লাশ!.
মায়ের আঁচল কি ভরে কভু সন্তান বিহনে?
দিবসও রজনী কাটে তার সন্তান হারানোর শোকে!
কত শিশু দেখবে না জন্মের পর-পিতার মুখ!
কি দিয়ে ভরিবে তার পিতা না দেখার দুখ?
আহত হয়ে যে হাঁটতে পারবে না আর,
ধরতে পারবে কিছু!
পরের চোখ খুলতে যে নিচের চোখ করলো দান!
টাকা দিয়েই হয় কি আসলে তাদের প্রতিদান?
আবারও আন্দোলন হবে - খালি হবে মায়ের কোল!!
ভরিয়ে দিও পারো যত,, টাকা দিয়ে মায়ের আঁচল!!
পালাবে স্বৈরাচারী, পালাবে স্বৈরাচার!!
মুক্ত হবে কত আসামী,, বন্ধী হবে নির্দোষ প্রাণ!!
কেউ বা ফাঁসিতে ঝুলবে,,কেউ গণঅভ্যুত্থানে হারাবে প্রাণ!!
এভাবে কতশত মায়ের কোল ছেড়ে খোকা,,
ছবির ফ্রেমে হবে বন্ধি!!
অকালে জীবন দিয়ে,, বার বার দেশ করবে মুক্তি!!
ক্ষমতার চেয়ারে বসে - ক্ষমতাবান দিবে প্রতিদান!
কিছু টাকা,কিছু ভাতায় আহত নিহতের দুঃখের সমান!!
আজব আমরা, নিরহ তাই লই মানি!
সন্তানের প্রাণের বিনিময়ে -টাকা নিই প্রতিদান!!
এ আমার শোক নয় কভু - অসহায়ের জলন্ত প্রমান!