ভবন গুলো করো ধূলি!
ওই অট্টালিকায় থেকে যারা ছুঁড়ে বলি!
দাও, দাও- ফিরিয়ে তাদের!
প্রত্যাখান করো সকলে!


ওরা চায় না দেশের ভালো,দশের ভালো!
স্বার্থ ভোগী ওরা,ওরা অভিনয় শিল্পী!
ধূলিসাৎ করো,পিষে মারো!
সামনাসামনি দাড়িয়ে বুকে ছুড়ো গুলি!
নিচিহ্ন হোক- বিলুপ্ত হোক!
লোপ পায় যেনো, ওদের অভিনয় গুনাবলি!


ওরা কারা? কারা ওরা?
ওরা শকুনি, ওরা বীর বাঙালি রুপধারী-
পাক্কা চোর!
ওরা দেশ লুটে-ভিন দেশে বানায় বাড়ি গাড়ি!
ওরা আপন নয়, নয় কারো সহোদর, সহচর!
ওরা রুপধারী,স্বার্থভোগী, বাংলার ক্ষতিকর!