আমারো ইচ্ছা করে দান করি,
খাদ্য, বস্র,,,,,
কষ্ট সুখের গল্প গুলো লিখি,,
নিজ কাব্য,,,,
আসমানীর মতো হয়তো অমর হয়ে রোক,,,
আমার কোনো পদ্য,,,,

ইচ্চা জাগে ভেদাভেদ ভুলে গিয়ে করি,,
মানব ধর্ম,,,,,
যেথায় থাকবে না কোনো দলের হানাহানী,,,,
থাকবে সেথায় শত আসমানী,,,,,
যার মুখে রবে হাসির রেখা,,,,

ইচ্ছা হয় মাঝে মাঝে হই আবার মাদার তেরেসা,,,,
আদর ভালোবাসা হবো কিছু লোকের ভরসা,,,,

নয়তো বা বঙ্গবন্ধুর মতো হই কোনো নেতা,
শ্রদ্ধা ভরে করবে স্মরন মরন কথা।
বাসবে ভালো সর্ব জনতা,,,,

এতোটুকু আশা মোর,,,বাচতে চাই চিরকাল,,,,
মাইকেল জ্যাকসং নয়,,,,,
রবী কিংবা নজরুলের মতো শত  মানুষের হৃদয়ে।।