জেগেছে পাখি গাইবে গান,,,
অসময়ে এ দূর ভবনে,
আকাশ ছোয়া মেঘের ঘ্রাণ,,,,


আলোর ঝলকানি,!  
তার মৃত্যুর বার্তা নিয়ে আসে!
ক্ষনেখনে চিন্তার মগ্নতা!


দুয়ারে আজ হাটুপানি,,
হাঁস গুলি করছেসব কুলকুলানি,,,


চৈত্রের পুকুরে এসেছে প্রাণ,,
ব্যাঙ গুলো সব তাই করছে  গান,


শীতের আমেজে কাঁথার তলে,,,
মুড়ি চিবায় কিছু লোকে!
গুনগুনিয়ে করেছে গান, হাতে নিয়ে পাটির ফাল,,,,,
কেউ বা আবার নকশিকাঁথায় বোলাচ্ছে হাত,,,,,
পুরানোদিনের সৃতি গুলো কেউ করছে আলাপ!
  
বাইরে আজ বৃষ্টির আনাগোনা,,,!
সর্বকালের সে সবার চেনা,,,,
কারো জন্য সে মঙ্গলময় কারো জন্য সে হয় বিশাদময়!