পরের জমির আইল বাঁধতে,
কাটলে নিজের জমি!
সবাই তোমায় ভাবতে পারে!
মানবদরদী!
তুমি তো জানো কৃষক,
করলা কত ছলচাতুরী!
পরের বারের হিসেবে পড়বে,
যখন ধরা!
কোথায় তুমি লুকাবে মুখ!
ঢাকবে নিজের চেহারা!