গ্রীষ্মের যত তাপদাহ!
বৃষ্টিতে দাও ধুয়ে!!
ধুয়ে যাক শত রৌদ্দের পোড়া দাগ!!
ক্লান্ত মুখের ছাপ!
মিশে যাক শুকনো মাটির যত -
ফাঁকা ফাটল!


শুকনো পুকুর যেন ফিরে পায় প্রাণ!
সকল সৃষ্টি মনভরে করুক স্নান!
এতটুকু প্রার্থনা  গ্রীষ্মের দুপুরে!
হে প্রভু -করুনা ময়!
মার্জনা করো আমার এ প্রার্থনা!


গ্রীষ্মের দুপুরে ঘাম ঝরা দেহে!
বৃক্ষের বাতাসে জুড়ায় যেন প্রান!
হে মহান সৃষ্টির সৃষ্টা!
তোমারী মহিমার গাই গুনগান!