জাগো নজরুলেরা জাগো!
বিদ্রোহ  ঘোষণা হোক আবার!
প্রতিটি কবিতায়!
ঘাতকের বিরুদ্ধে ছুড়ে দাও শত ছন্দ!
জাগো নজরুলেরা জাগো.।


সহজ সরল বাঙালিকে বাঁচাতে,
কবিতাকে অস্ত্র করে তুলো!
প্রাণ যায় যাক, জেল হয় হোক!
তবু জেগে ওঠো নজরুল, জেগে ওঠো!


সত্যকে আবার দাও ছড়িয়ে,
দাও চোখ খুলে!
তোমাদের কবিতায় প্রতিটি কথা!
ঘাতককে দিবে ব্যাথ্যা!
হানাহানির এই অন্যায়ের দেশে!
ঘরে ঘরে নজরুল দরকার আজকে!


পৃথিবীর মানচিত্র রাখতে হলে বাংলা!
নজরুলের মতো বিদ্রোহী কবিতা লেখ!
শত নবীন নজরুলেরা!