হারিয়ে ফেলছো বন্ধন ভালোবাসার!
স্বার্থের জন্য সব করছো নিরাকার!
নিজ দল,,, নিজ পাটি,, মারামারি, হানাহনি!
শেষ করবে বলো কবে?

জাতির কাছে জানতে চাই!
কিছু প্রশ্ন তুলতে চাই!
শেখ পরিবার যুদ্ধ করেছিল শুধু!
নাকি জিয়া করছিল একা একা!
তবে কেনো আজ এতো দিধা!

যুদ্ধ তো আমরাও করেছি!
সন্তান তো আমরাও হারিয়েছি!
নিজ ইজ্জত দিয়েছি বিলিয়ে!
আমার মায়ের কোলের ছেলে দিয়েছে আগুনে ফেলে!
কই?  কই? কই ছিলে?
তোমরা শেখ জিয়া!

আমার মায়ের কাপড় ধরে টান দিয়েছিল যখন!
হাহাকার চিৎকারে কেঁপে উঠে বাংলার মাটি!
কোথায় ছিলে তখন?

আজ শুধু তোমাদের গুনগান
তোমাদের  তরে হারিয়েছিল যারা নিজ প্রাণ!
কই তাদের কথা একবারও তো বলো না!

কই ছিলে তোমরা তখন?
আমার বাবার হয়নিকো দাফন!
আমার বোন আছে নাকি বেচে?
তাও তো খবর দিলে না এসে!

সম্মান চাও বারে বারে!
সম্মান কি সত্যি দেয়  লোকে?
জাতির কাছে প্রশ্ন উঠে!
কেনো এমন করো সবে?