আমারো ইচ্ছা করে দান করি,
খাদ্য, বস্র,,,,,
কষ্ট সুখের গল্প গুলো লিখি,,
নিজ কাব্য,,,,
আসমানীর মতো হয়তো অমর হয়ে রোক,,,
আমার কোনো পদ্য,,,,

ইচ্চা জাগে ভেদাভেদ ভুলে গিয়ে করি,,
মানব ধর্ম,,,,,
যেথায় থাকবে না কোনো দলের হানাহানী,,,,
থাকবে সেথায় শত আসমানী,,,,,
যার মুখে রবে হাসির রেখা,,,,

ইচ্ছা হয় মাঝে মাঝে হই আবার মাদার তেরেসা,,,,
আদর ভালোবাসা হবো কিছু লোকের ভরসা,,,,

সর্বশেষ একটিই আশা সকলের ভালোবাসা,
ঠাই হয় যেন কপালে!
সুখে দুঃখে পাশে থাকি!
আপন-পর নির্ভূলে।

অপেক্ষা যেন করে তারা!
কখন পাবে আমার দেখা.।
ছলোছলো চাহনিতে বলবে,
ভালো আচো বাবা!

বুক ভরে যাবে ভালোবাসার ডাকে!
মধ্যেবৃত্ত বলে স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে!
কল্পনায় ভাবা এসব কথা!
মনের ভিতর অজান্তেই যাবে মারা,,,,